ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গঙ্গাচড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিদ্যালয় ভবন নির্মাণ,হতাশ বাদী পক্ষ


ডিসেম্বর ৯, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

মাহফুজুর রহমান (রংপুর) প্রতিনিধি:   রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর পাইকান এলাকায় আদালতের স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে বড়াইবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজ চলমান রাখার অভিযোগ উঠেছে।সহকারী জজ মোছাঃ স্বপ্না মুস্তারিন ৮৯৬/২২ নম্বর দেওয়ানি মামলায় ১ ডিসেম্বর ২০২৫ তারিখে স্থিতিবস্থার আদেশ প্রদান করেন।

আদালতের আদেশে বলা হয়, মামলার রায় না হওয়া পর্যন্ত নালিশি জমির দখল, আকার ও ব্যবহার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। বিদ্যালয় কেবল তার নিয়মিত একাডেমিক কার্যক্রম চালাতে পারবে; এর বাইরে কোনো নির্মাণ বা পরিবর্তন কাজ করা নিষিদ্ধ। মামলার প্রক্রিয়া অনুসারে, আদালত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিবাদী পক্ষকে ১৫ দিনের মধ্যে স্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া যাবে না তা জানতে নোটিশ প্রদান করেন। পরে বাদীর প্রার্থনা এবং বিবাদী পক্ষের জবাব পর্যালোচনা করে ১ ডিসেম্বর ২০২৫ ইং স্থিতিবস্থার আদেশ দেন।

তবুও, বাদী আবু মোঃ জুলফিকার অভিযোগ করেছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে জোরেশোরে ভবন নির্মাণ চলছে। তিনি বলেন, আদালতের আদেশ স্বেচ্ছায় অমান্য করা হয়েছে। আমি বিজ্ঞ আদালতের কাছে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ৪ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, আদালতের স্থিতিবস্থার নির্দেশ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলমান রয়েছে।

নির্মাণ কাজ পরিচালনাকারী ঠিকাদারি প্রতিষ্ঠান আল রিয়াদ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারি শাহাদাৎ হোসেন জানিয়েছেন, টেন্ডারের মাধ্যমে এক কোটি ১৪ লক্ষ ৫৫ হাজার ৪৫২ টাকার কাজটি পেয়েছি।নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ করার স্বার্থে ঠিকাদার রাঙ্গা ভাইকে কাজটি দিয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর জামান বলেন, আমরা আদালতের আদেশ পেয়েছি। এটি সরকারি কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে, তারা কাজ বন্ধ রাখবেন নাকি চালাবেন তারাই ভালো জানেন।গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জানান, আমরা বিষয়টি নজরে রাখছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।রংপুর শিক্ষা নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, আমি এখনো কোর্টের স্থগিতাদেশ পাই নাই। যখন পাবো তখন বন্ধ করে দিবো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।