ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

খালেদা জিয়া ছিলেন চীনের মানুষের পুরনো বন্ধু: চীনের প্রধানমন্ত্রী


ডিসেম্বর ৩০, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিক এবং একই সঙ্গে চীনা জনগণের একজন পুরনো ও ঘনিষ্ঠ বন্ধু।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

শোকবার্তায় লি চিয়াং বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীরভাবে মর্মাহত। তার মৃত্যুতে বাংলাদেশ এক অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রীকে হারাল।’চীনের প্রধানমন্ত্রী শোকবার্তায় আরও বলেন, ‘চীন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।’ তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও চীন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদানের কথা তুলে ধরে লি চিয়াং বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বের সময়েই চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সমন্বিত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়।’ তিনি উল্লেখ করেন, এই অংশীদারত্ব দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক মঙ্গলের ভিত্তিতে গড়ে উঠেছিল, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করে।

লি চিয়াং আরও বলেন, ‘এই অংশীদারত্বের মাধ্যমে চীন ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির পথ তৈরি হয়েছিল। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।’ তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে প্রশংসার সঙ্গে স্মরণ করেন।

দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।’ তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে চীন-বাংলাদেশ সম্পর্কের কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে এবং এই সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে চীন অঙ্গীকারবদ্ধ।শোকবার্তার শেষাংশে লি চিয়াং বলেন, ‘চীন ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে, যাতে দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহতভাবে এগিয়ে নেওয়া যায় এবং দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হয়।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।