ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা কাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়


ডিসেম্বর ৩০, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাপ রিপোর্টার:   দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই জানাজায় রাজনৈতিক নেতা, কূটনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। দাফন কার্যক্রম ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতির এই শোকাবহ মুহূর্তে দলীয়ভাবে সর্বোচ্চ শৃঙ্খলা ও সম্মান বজায় রেখে সব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মির্জা ফখরুল আরও জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজায় ইমামতি করবেন। পুরো জানাজা অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বেগম জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। এমন এক সময়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, যখন জাতিকে পথ দেখানোর জন্য তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।”

জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে। বৈঠকে দলীয় কর্মসূচি, শোক পালন এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে জানাজার দিন বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক চলাকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির এই ‘আপসহীন’ নেত্রী। তাঁর ইন্তেকালে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।