

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠা, সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব, সাহসিকতা ও রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান ও ত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার শান্তি প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সবাই যেন তার জন্য দোয়া ও প্রার্থনা করেন এবং এই শোকের সময়ে ধৈর্য ও সংযম বজায় রাখেন।
উল্লেখ্য, রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭