ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

খালেদা জিয়ার অসুস্থতার পেছনে দায় শেখ হাসিনার: রিজভী


ডিসেম্বর ৩, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। সেখানে তিনি শুধু খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও অতীতের ঘটনাপ্রবাহ নিয়েও বিস্তৃত মন্তব্য করেন।

রিজভী বলেন, খালেদা জিয়া এমন একজন নেতা, যিনি কখনো নিজের স্বার্থে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা জনগণের অধিকারকে বিসর্জন দেননি। তাঁর নীতি, আদর্শ ও ত্যাগের কারণেই তিনি সব সময় মানুষের ভালোবাসা পেয়েছেন। আজ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন—এটাই প্রমাণ করে তিনি এখনো গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক।

তিনি ১৯৯৬ সালের ঘটনাপ্রবাহ উল্লেখ করে বলেন, তখন খালেদা জিয়া হত্যাযজ্ঞ ঠেকাতে এবং রাজনৈতিক অচলাবস্থা দূর করতে নির্দ্বিধায় সরকার গঠন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। অথচ যাদের আন্দোলন, নাশকতা ও আগুন-সন্ত্রাসের ফলে ঐ ব্যবস্থা এসেছিল, ক্ষমতায় এসে তারাই আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়। তাঁর বক্তব্যে ইঙ্গিত ছিল—শেখ হাসিনা নিজের রাজনৈতিক স্বার্থেই দেশের গণতান্ত্রিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছেন, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রিজভীর দাবি, আওয়ামী লীগ সরকারের ‘ইচ্ছামতো দেশ পরিচালনা’ ও ‘প্রতিহিংসাপরায়ণ সিদ্ধান্ত’-এর কারণেই খালেদা জিয়া আজ এ অবস্থায়। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা মামলায় তাকে কারাবন্দি করা হয়, যা তাঁর শারীরিক অবস্থাকে আরও অবনতির দিকে ঠেলে দিয়েছে।

সুয়ার্থে একদলীয় শাসন প্রতিষ্ঠার পথে আওয়ামী লীগ এগোতে থাকে বলেও মন্তব্য করেন তিনি। রিজভীর মতে, খালেদা জিয়ার সুস্থতা আজ শুধু বিএনপি বা তাঁর পরিবারের বিষয় নয়—এটি দেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা জনজীবনকে চরমভাবে সংকটাপন্ন করেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে অসহনীয় চাপ তৈরি করেছে। এ প্রসঙ্গে তিনি সোয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, সরকারকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা সাধারণ মানুষের জীবনে বাড়তি দুর্ভোগ সৃষ্টি করে।

রিজভী আশা প্রকাশ করেন যে কোটি কোটি মানুষের দোয়া ও ভালোবাসার শক্তিতে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন। তাঁর ভাষায়—দেশপ্রেম, নীতি ও সততার প্রতীক নেত্রীকে ফিরে পাওয়ার অপেক্ষায় আজ গোটা জাতি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।