

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া গভীর সংকটে আছেন এবং তাকে ভেন্টিলেশন–সমতুল্য ডিপ কন্ডিশনে রাখা হয়েছে।গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সকালে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি-বিদেশি চিকিৎসকরা যৌথভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন পরবর্তীতে চিকিৎসা–সংক্রান্ত বিস্তারিত জানাবেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭