ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ


ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া নিয়মিত ওষুধ গ্রহণ করতে পারছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।