ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান


ডিসেম্বর ২, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তারা হাসপাতালে পৌঁছান। বিষয়টি আইএসপিআর নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, তিন বাহিনীর প্রধানরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গত রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত তার স্বাস্থ্যসম্যের খোঁজ রাখছেন। হাসপাতালে ছায়াসঙ্গীর মতো রয়েছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।এদিকে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।