

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে পাটজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) কর্তৃক ১০ ডিসেম্বর ২০২৫ এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” মূল প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পিটিসি উইং-এর পরিচালক ড. মাহমুদ আল হোসেন, বিশেষ অতিথি ছিলেন পিটিসি বিভাগের সিএসও সিসি ড. মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের ইনচার্জ পিএসও ড. মোহাম্মদ আশরাফুল আলম। প্রশিক্ষণ পরিচালনার তত্বাবধান করেন পিটিসি বিভাগের প্রশিক্ষণ শাখার পিএসও মোহাম্মদ মোবারক হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পাটের বৈশিষ্ট্য, পণ্য তৈরির কৌশল, ডাইং–ব্লিচিং প্রযুক্তি এবং বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন সেশন পরিচালনা করেন ড. এসএম আলমগীর সাঈদ, ড. এসএম মনিরুজ্জামান, ড. মোঃ মামুনুর রশীদ এবং ড. একেএম মাহবুবুজ্জামান। এছাড়া প্রশিক্ষণার্থীদের উদ্ভাবনী পণ্য তৈরির সুযোগ ও উদ্যোক্তা সম্ভাবনা বিষয়ে সহযোগিতা করেন ড. রাশেদ খান মিলন এবং ড. তাসনুফা করিম ঝুমুর।
প্রশিক্ষণে যুব সংগঠন কাইডস্-এর সেক্রেটারি তাসলিমা আক্তার, নকশী হ্যান্ডিক্রাফ্টের রোজী আক্তার এবং বিউটি ক্যানভাস-এর স্বর্ণা উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করেন।এভাবে প্রশিক্ষণ কর্মসূচি কিশোরগঞ্জের যুব উদ্যোক্তাদের পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭