কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের চরদোরতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চাকলাদার বুধবার দুপুর ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
পুলিশের পক্ষ থেকে অংশ নেন নাটুয়ারপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই আতিক এবং জেলা পুলিশের অনার গার্ড পার্টি।গার্ড অব অনার শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষ মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। পরে তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চাকলাদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

