ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ওসমান হাদি লাইফ সাপোর্টে


ডিসেম্বর ১২, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   রাজধানীর বিজয়নগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বর্তমানে ‘লাইফ সাপোর্ট’-এ চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, হাদির অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি বলেন, “তার মাথার ভেতরে বুলেটটি এখনো রয়েছে। শারীরিক অবস্থা এমন যে এখনই কোনো অস্ত্রোপচার করা সম্ভব কি না, তা চিকিৎসক দল সতর্কভাবে বিবেচনা করছেন।”

এর আগে দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদির ওপর নিকটবর্তী স্থান থেকে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তাকে আনার সময় তার বাম কানের নিচ দিয়ে গুলি ঢুকেছে, যা মাথার ভেতরে মারাত্মক ক্ষতি করেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই ঢামেকে ভিড় করেন ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা। বিকেল ৪টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছালে হাদির সমর্থকদের একাংশ তাকে ‘ভুয়া, ভুয়া’ বলে শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা নিরাপত্তা দিয়ে মির্জা আব্বাসকে হাসপাতালে প্রবেশের ব্যবস্থা করে দেন। এ সময়ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন, যার ফলে হাসপাতাল এলাকায় এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, ঘটনাস্থলেই হাদির রক্তক্ষরণ শুরু হয় এবং দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, “আমরা যখন তাকে পাই, তখন তিনি প্রায় অচেতন অবস্থায় ছিলেন। সময়মতো হাসপাতালে না আনতে পারলে অবস্থা আরও ভয়াবহ হতে পারত।”

এদিকে, ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, “আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছি যে হাদি বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের একটি টিম ইতোমধ্যে সেখানে গিয়েছে। টিম সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা বিস্তারিত জানাতে পারব।”

হাদির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছড়িয়ে পড়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এমন হামলা পরিস্থিতিকে নতুনভাবে জটিল করতে পারে বলে মনে করছেন অনেকেই। হাসপাতালের সামনে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, এবং হাদির অবস্থা নিয়ে সবাই গভীর উদ্বেগে রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।