
স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১২টা ৫৮ মিনিটে তিনি সেখানে পৌঁছান এবং আজই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই আগারগাঁও ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।তারেক রহমানের যাত্রাপথের দু’পাশে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেন।
তারা হাত নেড়ে, স্লোগান দিয়ে এবং নানা ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। একপর্যায়ে সড়কের একপাশে থাকা বহু নেতাকর্মী তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে সঙ্গে এগোতে থাকেন, ফলে এলাকায় কিছু সময়ের জন্য জনসমাগম আরও বেড়ে যায়।এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় তৎপর ছিলেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং চলাচল স্বাভাবিক রাখা যায়।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান রাজধানীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। একই সঙ্গে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানও এ সময় উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের উদ্দেশে রওনা দেন। পথে পথে তাকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও সে কর্মসূচি বাতিল করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, বর্তমানে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের কোনো আহত ব্যক্তি না থাকায় তিনি পঙ্গু হাসপাতালে যাবেন না।সব মিলিয়ে শনিবারের এই কর্মসূচিকে ঘিরে আগারগাঁও ও আশপাশের এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও জনসাধারণের আগ্রহ লক্ষ্য করা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭