ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

এত সংস্কার হজম করা কঠিন হতে পারে: পরিকল্পনা উপদেষ্টা


ডিসেম্বর ১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করেছে। কিছু সংস্কার উচ্চবিলাসী, যা নির্বাচিত সরকারের পক্ষে মানা একটু কঠিন হতে পারে। তবে বেশির ভাগ সংস্কার নতুন সরকার গ্রহণ করবে বলে আশা করি।”তিনি আরও বলেন, “আমরা কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রেখে যাচ্ছি। যেমন, বিচার বিভাগকে স্বাধীন করার অধ্যাদেশ। এতে আইন মন্ত্রণালয়ের অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নতুন সরকার এগুলো পুনঃপর্যালোচনা করতে পারে। তবে কিছু ক্ষেত্রে অস্বস্তি লাগতে পারে।”

ওয়াহিদউদ্দিন মাহমুদ উল্লেখ করেন, বিভিন্ন খাতের সংস্কার কমিটি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ক্রয় নীতিমালাসহ অন্যান্য সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় সংসদ এগুলো পর্যালোচনা করে আইন করবে বলে আশা করা হচ্ছে।তিনি বলেন, প্রকল্প পরিচালকদের আগ্রহ কমেছে, ঠিকাদাররাও এখন আগ্রহী নয়। দুর্নীতি ও চাঁদাবাজির সমস্যা এখনও রয়ে গেছে।

আজকের একনেক সভায় ১৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার খরচ ১৫,৩৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯,৪৫১ কোটি, প্রকল্প ঋণ ৫,৬১০ কোটি এবং প্রকল্প সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি টাকা। নতুন প্রকল্প ১৩টি, সংশোধিত প্রকল্প ৫টি।সভা পরিচালনা করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।