ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

উন্নয়ন হবে মূল লক্ষ্য: মির্জা ফখরুল


ডিসেম্বর ২৯, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারলে দেশের সার্বিক উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের রায় পেলে তিনি ঠাকুরগাঁওসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঠাকুরগাঁও-১ আসনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দল তাঁর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা তিনি দায়িত্ব ও সততার সঙ্গে পালন করতে চান।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে যদি নির্বাচিত হওয়ার সুযোগ পান, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, সামাজিক পরিবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং একটি সুস্থ ও মানবিক সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে।

এ ছাড়া তিনি বলেন, এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। অতীতের মতো ভবিষ্যতেও তিনি ঠাকুরগাঁওবাসীর পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে চান।

শেষে তিনি ঠাকুরগাঁও-১ আসনের জনগণের প্রতি আবেদন জানিয়ে বলেন, আপনারা আগেও যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেভাবেই পাশে থাকবেন বলে আমি আশা করি। আপনারা দয়া করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এবং এই অঞ্চলের উন্নয়নের সুযোগ করে দেবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।