

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন যে, রোববার (২৮ ডিসেম্বর) এই বিষয়টি নির্বাচন কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে এবং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, গুলশান এলাকার ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে তপশিল ঘোষণার পর নতুন ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। তাই তারেক রহমান ও জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য রোববার কমিশনের বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী, কমিশনের এখতিয়ার রয়েছে যে কোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার। এই অধিকার বিবেচনায় নিয়ে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ ও স্বাক্ষর গ্রহণসহ সকল প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবুও তপশিল ঘোষণার পর তালিকায় অন্তর্ভুক্তির জন্য কমিশনের অনুমোদন আবশ্যক।
এদিকে, এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানান যে, তারেক রহমান এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে, কারণ আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর ডেটাবেজে নম্বর জেনারেট করতে কিছুটা সময় লাগে। তিনি বলেন, অনুমোদন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সফটওয়্যারভিত্তিক এই প্রক্রিয়ার মাধ্যমে তারেক রহমানের এনআইডি প্রস্তুত হয়ে যাবে।
এই প্রক্রিয়া নির্বাচন কমিশনের স্বচ্ছ ও আইনি নিয়ম অনুসরণের অংশ হিসেবে নেওয়া হচ্ছে। রোববার কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধন চূড়ান্ত হবে এবং এর পর তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই পদক্ষেপটি দেশের ভোটার তালিকার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখার দিকেও ইঙ্গিত করছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭