ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জ মসজিদে মসজিদে দোয়া


ডিসেম্বর ১৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি:   আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার জুম্মা নামাজের পর সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।কেন্দ্রীয় জামে মসজিদে বিপুলসংখ্যক মুসুল্লি দোয়া ও মোনাজাতে অংশ নেনে। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।
মোনাজাতের মাঝে পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ বলেন,জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ছিলেনএ দেশের বিপ্লবী কণ্ঠস্বর। তরুণ সমাজের কাছে প্রতিবাদের আদর্শ। ওসমান হাদির পরিবারকে যাতে মহান আল্লাহ ধৈর্য্য দেন, তার অপূর্ণতাকে যেনো পূর্ণতায় ভরে দেন এই সময় অনেকে কাঁন্নায় ভেঙে পড়েন। মুসল্লিদের আমিন আমিন শব্দে মুখরিত হয় মসজিদ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।