ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫

আশুলিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১


ডিসেম্বর ১৮, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   আশুলিয়া থানার ধানসোনা ইউনিয়ন এর মধুপুর এলাকায় অভিযান চালিয়ে ৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) সকাল ১টা ২০ মিনিটের সময় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। এসময় তিনি বলেন গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২০মিনিটের সময় ধানসোনা ইউনিয়ন এর মধুপুর দোতলা মসজিদের পাশ থেকে ৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন ৩৫কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি’রা হলো: (১) মো: মামুন ৩৫ পিতা মৃত্যু বাবুল বেপারি,গ্রাম রসুলপুর,থানা বানরীপাড়া,জেলা বরিশাল। বর্তমান ঠিকানা মধুপুর দোতলা মসজিদের পাশে আব্দুল সামাদের বাড়ির ভাড়াটিয়া।

উক্ত বিষয়ে এস আই আবু তালেব এর কাছে গ্রেফতারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুবেল হাওলাদার স্যারের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২০মিনিটের সময় আশুলিয়া থানার ধানসোনা ইউনিয়ন এর মধুপুর দোতলা মসজিদের পাশে সামাদের এর বাড়ি এলাকায় ইয়াবা-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ মামুন (৩৫)-কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫পিচ ইয়াবা ট্যাবলেট।

এছাড়া স্থানীয় সূত্রে জানা যায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন,আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম এর একান্ত ম্যানেজার। এছাড়া মামুনের দুইটি বউ,বড় বউ সামাদের বাড়িতে থাকে,আর তার ছোট বউ জহিরের বাড়িতে থাকে বলে এলাকাবাসী জানান। এছাড়া গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মামুনের নামে ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে তার নামে। এছাড়াও এলাকাবাসী আরোও বলেন,ইয়াবার গডফাদার মামুন ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ছিলেন এখন হকার্স লীগ নেতা জহিরের সাথে বিএনপি নাম ব্যবহার করে ইয়াবা ব্যবসা করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান স্যার ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ আসাদুজ্জামান স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া গ্রেফতারকৃত আসামির নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাহাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তিনি আরও বলেন,অপরাধ নির্মূলে মাদকমুক্ত সমাজ গঠনে আশুলিয়া থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা অঙ্গীকারবদ্ধ জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।