ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫

আজ রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি


ডিসেম্বর ১৯, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

দলীয় সূত্র জানায়, বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত না থাকলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে উদ্ভূত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটেই মূলত এই বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি দলীয় সাংগঠনিক বিষয় ও আসন্ন কর্মসূচি নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।