

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের ডাকে ১৩ নভেম্বর ঢাকা লকডাউনসহ দেশজুড়ে নাশকতা দমনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতার অংশ হিসেবে মোটরসাইকেল র্যালী করেছে।বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরা একাধিক মোটরসাইকেল নিয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছে।
জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এ র্যালীর নেতৃত্ব দেন।এসময় তিনি সাংবাদিকদের জানান, ফ্যাসিস্টদের ঘোষিত কর্মসূচিতে এ উপজেলায় কোনো নাশকতা বা বিক্ষোভ মিছিলের সম্ভাবনা নাই। গোবিন্দগঞ্জবাসীকে তিনি আশ্বস্ত করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ রয়েছে; জনদুর্ভোগ বা জান-মালের ক্ষতির শঙ্কা নেই। সম্ভাব্য সকল বিশৃঙ্খলা দমনে আমরা প্রস্তুত।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭