নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিদের—এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে এক মতবিনিময় সভা শেষে তিনি বলেন, সব তথ্য-প্রমাণের ভিত্তিতেই বিচার হয়েছে। আসামিপক্ষ স্বাভাবিকভাবেই দাবি করবে বিচার সঠিক হয়নি, তবে তাদের আইনগতভাবে আপিলের অধিকার রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইন সম্পর্কে অজ্ঞতার কারণে এমন বক্তব্য এসেছে। রায় বাস্তবায়নে সরকারের যে প্রক্রিয়া আছে, তা অনুসারেই অগ্রসর হবে সরকার। প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের দফতর মতামত দেবে।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যা মামলার যে প্রমাণ পাওয়া গেছে, তা যে কোনো আদালত দোষীদের বিরুদ্ধে যথেষ্ট মনে করবে। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মুখ্য নন; মাত্র ২০ দিনে ১৪শ’র বেশি মানুষকে গুলি করে হত্যার ঘটনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

