স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আলোচিত ৯ ছাত্র-জনতা হত্যা মামলার আসামী এবং ৫ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু কুমার দাস (৫৫) কে বানিয়াচং থানা পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (২ নভেম্বর) দুপুরে তাকে ইউনিয়ন বাজার থেকে আটক করা হয়।জানা যায়, গত বছরের ৫ আগস্ট বানিয়াচংয়ে নয়জন ছাত্র-জনতা নিহত হন। ওই মামলায় মঞ্জু কুমার দাসকে ৪৩ নং আসামি করা হয়েছিল। পুলিশ ইতিমধ্যেই অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেপ্তার করলেও দীর্ঘদিন ধরে মঞ্জু পলাতক ছিলেন।
সম্প্রতি, ৩১ অক্টোবর দৌলতপুর ইউনিয়নের একটি ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়ে তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার বিতরণ করেন। সেই সময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়রা পুলিশের দায়িত্বে উদাসীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।বানিয়াচং থানার সিনিয়র সাব-ইন্সপেক্টর জিয়াউর রহমান বলেন, “ফুটবল টুর্নামেন্টে প্রথমে তাকে চিনতে পারিনি। পরে জানার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”স্থানীয়দের মতে, দৌলতপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে দুর্গম এলাকা হিসেবে পরিচিত, যেখানে ইউপি চেয়ারম্যান নিয়মিত দায়িত্ব পালন করতেন এবং সম্ভাব্য “অদৃশ্য শক্তির” সাহায্যে এতোদিন পলাতক ছিলেন।

