ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নভেম্বর ২৭, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পৌর এলাকার তিতাস হাসপাতালের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের ধনু মিয়ার ছেলে নাসির মিয়া (৩৫) এবং মনু মিয়ার ছেলে কবির হোসেন (৩২)।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পরিবহনের খবর পেয়ে এসআই পাভেল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল তিতাস হাসপাতালের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “গাঁজা উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”‎তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত মাধবপুর গঠনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।