স্বপন রবি দাস (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভারতের সীমান্ত এলাকা থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (১ নভেম্বর) মনতলা সীমান্ত বিওপি থেকে পরিচালিত বিশেষ অভিযানে আটক আসামীর সঙ্গে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার উত্তর বোরক গ্রামের আব্দুল উসমানের ছেলে মোঃ মোসাদ্দির (২২)।তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট যার জব্দকৃত বাজার মূল্য আনুমানিক ১,২৬,০০০ টাকা।
বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি দেশের সীমান্তে নিরলসভাবে পাহারা দিচ্ছে। মাদকবিরোধী অভিযান আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব অভিযান চোরাচালান ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে এবং সাধারণ জনগণও নিরাপত্তা বোধ করছে। প্রতিটি অভিযান দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় অবদান রাখে।”আটককৃত ইয়াবা ও আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বিজিবি চোরাচালানী চক্র শনাক্ত ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখছে। সীমান্তবর্তী জনগণকেও মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি।

