স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।আটক মাদক কারবারির নাম মো. শাহআলম (৪৩)। তিনি জগদীশপুর ইউনিয়নের সদর গ্রামের বাসিন্দা।
মাধবপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা এবং ৬৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “আটক শাহআলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হবে।”
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

