ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জে আত্মসাৎকৃত ২৮১ বস্তা চাল উদ্ধার, কক্সবাজার থেকে ৩ জন গ্রেপ্তার


নভেম্বর ১১, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সদর মডেল থানার যৌথ অভিযানে কক্সবাজারের রামু থেকে আত্মসাৎকৃত ২৮১ বস্তা আতপ চালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর হবিগঞ্জের মেসার্স মা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা আতপ চাল (মোট ১৫ টন) কক্সবাজারের উখিয়ার ছয়তারা রাইস এজেন্সিতে প্রেরণ করা হয়। তবে চাল পরিবহনের দায়িত্বে থাকা ড্রাইভার প্রতারণার মাধ্যমে মালামাল গন্তব্যে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেন।
‎‎হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর জেলা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, চাল কক্সবাজারের রামু থানাধীন চাকমারকুল নয়া চরপাড়া এলাকায় রাখা হয়েছিল। এ তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আত্মসাৎকৃত ২৮১ বস্তা চাল উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আরও জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।