ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সোনাতলায় গৃহবধুকে ধর্ষণ মামা-ভাগ্নে গ্রেফতার।


নভেম্বর ৮, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:   বগুড়ার সোনাতলা উপজেলায় গোসলের ভিডিও গোপনে ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামা ও ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের লিটন প্রামানিকের ছেলে মোঃ ফেরদৌস আলম (২৭) ও তার মামা একই গ্রামের তবিবর রহমানের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৫)। আজ শনিবার (৮ নভেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলা সূত্রে জানাযায়, ওই গৃহবধু টিনে ঘেরানো গোসলখানায় গোসল করার সময় লম্পট ফেরদৌস আলম গোপনে গোসলের ভিডিও ধারন করে। এরপর কথা না শুনলে ধারণকৃত গোসল করার ভিডিও ফেসবুকে আপলোড করবে বলে হুমকি দেয়।
গত ১ অক্টোবর/২৫ ওই গৃহবধুর স্বামী কাজের জন্য বাহিরে গেলে গৃহবধু শিশু সন্তানদের ঘুমানোর পর নিজে ঘুমাতে গেলে ঘরের মধ্যে আগে থেকেই ওঁৎ পেতে থাকা লম্পট ফেরদৌস আলম গৃহবধুর মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় ওই লম্পটের মামা আবুল কালাম আজাদসহ অন্য আসামী ঘরের দরজায় পাহারায় ছিল বলে মামলায় উল্লেখ করা হয়। ধর্ষণের পর চাহিবা মাত্র তাহার চাহিদা পূরণ না করিলে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে আবারও ওই গৃহবধুর সাথে শারিরীক সম্পর্ক করতে চাইলে ওই গৃহবধু রাজি হয়নি। এরপর বিভিন্ন ফেসবুক আইডিতে ছবি প্রকাশ করে। ছবিগুলো প্রিন্ট করে অন্য আসামীরা এলাকার লোকজনকে দেখায় এবং রাতের আধারে বাদীর বসত বাড়ীর আসে পাশে ফেলে যায়।সোনাতলা থানার ওসি রওশন কবীর আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।