

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সিইসি বলেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগিয়ে যেতে চায়। আমাদের মূল লক্ষ্য একটাই—জাতিকে একটি ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন করা আমাদের দায়িত্ব, আর এটি সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দুটি বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি যাদের পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে, তারা যেন কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে যুক্ত না থাকেন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭