চট্টগ্রাম জেলা প্রতিনিধি: সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।শনিবার (০১ নভেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিনের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মাঞ্জুমান আরা বেগম। সঞ্চালনা করেন তপন মজুমদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও কৃষিবিদ হাবিবুল্লাহ।বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক অগ্রগতিরও একটি শক্তিশালী মাধ্যম। ঐক্য, সহযোগিতা ও ন্যায়ভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠতে পারে এক সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ।শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকটি সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

