ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


নভেম্বর ৪, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে প্রতিনিধি:   বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড থেকে উপজেলার ভাটিয়ারী, জলিল গেট ও বায়েজিদ লিংক রোড এলাকায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সেখানে চট্টগ্রাম ৪ আসনে মো,কাজী ছালা উদ্দিন নাম ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির, কেন্দ্রীয় সাবেক যুগ্ম-মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী বাদ পড়েন।

এরই প্রতিবাদে লায়ন আসলাম চৌধুরীর কর্মী-সমর্থকরা ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক, টায়ার জ্বালিয়ে,স্লোগানে স্লোগানে, চট্টগ্রাম সীতাকুণ্ড, অবরোধ করেন। এতে চট্টগ্রাম থেকে ঢাকা, যাওয়ার সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর পরই কয়েক হাজার নেতা-কর্মী সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসলাম চৌধুরীর পক্ষে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন। এ সময় উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেছেন, আসলাম চৌধুরী দীর্ঘ আট বছর তিন মাস কারাগারে ছিলেন। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার মতো ত্যাগী নেতা দলে কম আছেন। সীতাকুণ্ড অর্থাৎ চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। অথচ ভুল সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয়েছে কাজী সালাউদ্দিনকে!তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাইকমান্ডকে দ্রুত এ বিষয়ে পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।’সীতাকুণ্ড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনার চেষ্টা করছে। আন্দোলনকারীদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।