ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে


নভেম্বর ২১, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:   শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে পরাস্ত করে ফাইনালের পথ সুগম করেছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে জয় আসেনি, তবে সুপার ওভারে পেসার রিপন মণ্ডলের ঝড়ো বোলিংয়ে দুই উইকেট তুলে বাংলাদেশ ‘এ’ দল ফাইনাল নিশ্চিত করে।

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। হাবিবুর রহমান সোহান ৪৬ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৫ রান করে দলকে দৃঢ় ভিত্তি দেন। এসএম মেহেরব ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারের মারতে ৪৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জিসান আলম ১৪ বলে ২৬ ও ইয়াসির আলী ৯ বলে ১৭ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন গুরজাপনিত সিং।

রান তাড়া করতে নেমে ভারতের শুরু ছিল ঝুঁকিপূর্ণ। প্রথম তিন ওভারে দ্রুত ৪৯ রান তুললেও, রাকিবুল হাসান ও আবু হায়দারের বোলিংয়ে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে আসে। কিন্তু একের পর এক ক্যাচ মিস এবং ফিল্ডিং ভুলের কারণে ভারত ম্যাচটি শেষ মুহূর্তে সুপার ওভারে নিয়ে যায়।

সুপার ওভারে রিপন মণ্ডল দুই বলেই দুই উইকেট নেন। প্রথম বলে বোল্ড হন জিতেশ শর্মা, দ্বিতীয় বলে আউট হন আশুতোষ। এভাবে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ ও পাকিস্তান শাহিন্সের মধ্যে বিজয়ী দল আগামী ২৩ নভেম্বর ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।