ভোরের খবর ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা যে অনুরোধ জানিয়েছে, তা বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, অনুরোধপত্রটি বর্তমানে দেশটির আইনগত প্রক্রিয়ার মধ্যেই মূল্যায়ন চলছে। ভারত শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার বিষয়ে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য অর্জনে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাবে।
গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ এর আগে দুইবার প্রত্যর্পণের অনুরোধ পাঠালেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছাত্র বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর হাসিনার ভূমিকায় মৃত্যুদণ্ড ঘোষণার পর চলতি মাসে তৃতীয়বারের মতো আবারও তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানায় ঢাকা। এরপরই প্রথমবার ভারতের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য আসে। বর্তমানে তিনি ভারতের একটি গোপনীয় স্থানে অবস্থান করছেন। একই আন্দোলনের সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী দেশত্যাগ করেন, যাদের প্রায় ৯৩০ জন এখন পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

