স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিরু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাত আড়াইটার দিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।গ্রেপ্তার হিরু মিয়া নুরপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি মাদক সংক্রান্ত এবং বাকিগুলো চোরাচালান ও অন্যান্য অপরাধের অভিযোগে দায়ের করা। এছাড়া তার নামে একটি জি.আর. ওয়ারেন্টও মুলতবি ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, হিরু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ দেব নাথ। তিনি বলেন, “গ্রেপ্তার হিরু মিয়ার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, যাতে এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক শৃঙ্খলা বজায় থাকে।

