রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “বিপ্লবী ইলামিত্রঃ এক শতাব্দীর অবিনাশী সাহসিনী” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বহ্নিশিখা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য
ও বহ্নিশিখা, রাবি’র ছাত্র উপদেষ্টা আহসান হাবিব উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সাজেদা সুফিয়া। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত খান, রাবি ছাত্র উপদেষ্টা কনক আমিরুল ইসলাম এবং রাবি টিএসসিসি পরিচালক মুর্শিদা বেগম।
আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সারমিন আল আজিজ সুমি। সঞ্চালনা করেন আয়েশা সিদ্দিকা জাহান। পোস্টার প্রেজেন্টার হিসেবে ছিলেন শিখা রাণী, ফাহিমা খাতুন এবং খাদিজাতুল জান্নাত।
বক্তারা ইলা মিত্রের বিপ্লবী ভূমিকা, তাঁর অবিনাশী সাহস এবং শতবর্ষ পেরিয়েও তাঁর সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, উপনিবেশবিরোধী আন্দোলনে ইলামিত্রের ভূমিকা ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ, নারী নেতৃত্ব এবং বৈপ্লবিক চেতনা সম্পর্কে অনুপ্রাণিত করতেই এই আয়োজনের উদ্দেশ্য বলে আয়োজকরা জানান। বক্তারা আরও বলেন, নারী নেতৃত্বের সংগ্রাম ও সাফল্য সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি, আর ইলামিত্র তার অন্যতম উদাহরণ।

