ভোরের খবর ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫, কেন্দ্রস্থল নরসিংদী।
ভূমিকম্পে আতঙ্কে ঢাকার মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই সামাজিকমাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেন। রাজধানীর এক শপিং মলের ব্যবসায়ী জানান, হঠাৎ সেলফ থেকে কাপড় পড়ে যেতে দেখে ভয় পেয়ে যান। মিরপুর ২-এর এক গৃহিণী জানান, ড্রেসিং টেবিল নড়ে ওঠে এবং কসমেটিকস নিচে পড়ে যায়।
চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, রাজশাহী, নাটোর ও মৌলভীবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। নাটোরের লাভলী বেগম জানান, শুরুতে তিনি বিষয়টি ভুল ভাবলেও পরে তীব্র কাঁপুনি টের পান।
বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

