

ভোরের খব ডেস্ক: রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে হালকা কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটেও আরেকটি ভূমিকম্প হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩।
এরও আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অপেক্ষাকৃত শক্তিশালী, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ওই কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।
শুক্রবারের মাঝারি মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কম্পনের সময় ভবন থেকে ইট-পাথর খসে পড়া এবং আতঙ্কে দৌঁড়াদৌঁড়ি বা লাফ দেওয়ার কারণে সারাদেশে চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭