ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

রংপুরের ৬ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ


নভেম্বর ৩, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি:   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুরের ৬ টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে। সার্বিক বিবেচনায় এই ৬ আসনে প্রার্থী মনোনীত করায় নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে ।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বিএনপি।রংপুরে প্রার্থী ঘোষণার পর থেকেই নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে ।
রংপুরের ৬ টি আসনে মনোনয়ন পেয়েছেনরংপুর ১- মোকাররম হোসেন সুজন রংপুর ২- মোহাম্মদ আলী রংপুর ৩ (সদর)- সামসুজ্জামান সামু রংপুর ৪- এমদাদুল ভরসা রংপুর ৫ – গোলাম রব্বানী, রংপুর ৬ – সাইফুল ইসলাম । মনোনয়ন পাওয়ার পর প্রার্থীরা বলেন, দল যে সব লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মনোনীত করেছে, সেই লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে সব ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে আমরা এক ও অভিন্ন। এ প্রাপ্তি আমাদের একক নয়, দলের সবার । দল আমাদের যে দায়িত্ব দিয়েছে আমরা জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে তা সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। রংপুরের প্রতিটি আসনের জনগণকে সাথে নিয়ে ৬টি আসনই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

রংপুরের বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা হলে তারা বলেন, দল সার্বিক বিবেচনায় রংপুরের ৬টি আসনের জন্য যাদেরকে মনোনীত করেছেন এই সিদ্ধান্তকে তারা বিএনপি’র ৬ আসনে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন। যোগ্য প্রার্থীদের মনোনীত করায় জেলার বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এদিকে, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও রংপুরের প্রতিটি আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। ফলে রংপুরের আসনগুলোতে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।