

কিশোরগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সাংবাদিক মো. হুজাইফার ওপর সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে তীব্র নিন্দা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা এবং কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফয়েজুল হক গোলাপ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সম্পাদক হাকিম ফজলুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আল আযহার, কোষাধ্যক্ষ মো. ফাইজুল ইসলাম, দিন প্রতিদিন জেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাস, নওরোজ হোসেনপুর প্রতিনিধি এস কে শাহীন নবাবসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। অধিকাংশ ক্ষেত্রে হামলাকারীরা আইনের আওতায় না আসায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে অন্যায়-অনিয়ম তুলে ধরেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
গত ২০ নভেম্বর বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ সদর থেকে দিঘীরপাড় যাওয়ার পথে ‘জাতীয় দৈনিক সরেজমিন বার্তা’র মুন্সীগঞ্জ জেলা ব্যুরো চিফ মো. হুজাইফা সন্ত্রাসীদের হামলার শিকার হন। নুর পুকুর পার ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ‘ট্রিপল নাইনে’ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, ঘটনা তদন্তে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানেই সত্য ও গণমাধ্যমের ওপর আঘাত। দোষীদের আইনের আওতায় না আনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭