

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার কানুপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মাহবুল হোসেন মণ্ডল চার মাস ধরে নিখোঁজ রয়েছেন। হঠাৎ এক সময় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর তিনি ফিরে আসেননি। চার মাস পার হলেও কোনো সন্ধান না মিলায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় মাহবুল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। এর আগেও কয়েক দফা তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলে খোঁজাখুঁজির মাধ্যমে তাকে ফিরে পাওয়া গেছে। তবে এবার চার মাস অতিবাহিত হলেও তার কোনো খোঁজ মিলছে না।
নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন এলাকাসহ আত্মীয়স্বজনের বাড়ি, হাট-বাজার, হাসপাতালসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করা হলেও মাহবুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছে।নিখোঁজ মাহবুল হোসেন মণ্ডলের বয়স আনুমানিক ৪৫ বছর। গায়ের রঙ শ্যামলা, মাঝারি গঠন এবং সাধারণত এলোমেলো পোশাক পরে চলাফেরা করতেন বলে পরিবার জানায়।
মাহবুল হোসেন মণ্ডলের কোনো সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবার অনুরোধ জানিয়েছে—
📞 ০১৭২২-৪৩৭৬৩৪
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭