ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার


নভেম্বর ২২, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯ সিপিসি-৩, হবিগঞ্জ ক্যাম্পের একটি দল।

‎র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব সদস্যরা নিয়মিত টহল ও মাদকবিরোধী দায়িত্ব পালনকালে গোপন সূত্রে খবর পান যে রসুলপুর গ্রামের একটি ঘরে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে। পরে রাত আনুমানিক ৪টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।‎অভিযানের সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. ইব্রাহিম মিয়া ওরফে টিটু (৪০)। তিনি রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তার দেখানো মতে সাতটি পাটের বস্তা থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম মিয়া স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জ ও আশপাশের জেলায় সরবরাহ করতেন।‎উদ্ধার করা মাদক ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।‎র‍্যাব-৯ জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।