ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

মাধবপুরে দিনদুপুরে শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট


নভেম্বর ২৪, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:    ‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনদুপুরে এক শিক্ষিকার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে স্থানীয় জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে চাষী মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।‎ভুক্তভোগী গৌরী রাণী বণিক স্থানীয় জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় ৩–৪ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে শিক্ষিকার পরিচয় ও মোবাইল নম্বর জানতে চায়।

পরে তারা কৌশলে ঘরে প্রবেশ করে এক তরুণীর মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর আলমিরা ভেঙে চার থেকে পার্চঁ ভরি স্বর্ণালঙ্কার ও তিন- চার লাখ টাকা লুট করে নিয়ে যায়।‎ঘটনার পর শিক্ষিকার স্বামী বাবুল বণিক ও স্কুলের প্রধান শিক্ষক নুরুল্লাহ ভূঁইয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎ভুক্তভোগী শিক্ষিকা গৌরী রাণী বণিক বলেন, “দিনদুপুরে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। তারা আমার সমস্ত স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে। আমি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।