কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী উপজেলার কালারমারছড়া থেকে পুলিশের অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে মহেশখালী থানা।
২ নভেম্বর (রবিবার) ভোররাতে মহেশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ সামিরাঘোনা সাকিনের কাচা রাস্তার উত্তর পার্শ্বে বদীউল আলম প্রঃ বদু এর পানের বরজের ভিতর এর দক্ষিণ পূর্ব কোণে থেকে মো. খোকনকে (৪০) গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে (অস্ত্র) দেশীয় তৈরি কনলা বন্দুক, উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল হইতে পলাতক আসামি নজির আহমদ (৩৫), পিতা-মৃত মনসুর আলম প্রঃ রসু, মাতা-সেকুয়ারা বেগম, সাং-সামিরাঘোনা, ০৭নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার পালিয়ে যায়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ খোকন (৪০) বিরুদ্ধে ০২ টি হত্যা মামলা রয়েছে এবং পলাতক আসামি নজির আহমদ (৩৫) এর বিরুদ্ধে ০২টি হত্যা, ০২টি অস্ত্র সহ একাধিক মামলা রহিয়াছে। এ সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে মহেশখালী থানার মামলা রুজু করা হয়।এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, কালারমারছড়ায় অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

