

স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য যথেষ্ট অনুকূল। এখন এমন কোনো অবস্থা নেই যা নির্বাচনকে ব্যাহত করতে পারে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে।
মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, কোনো ঝামেলা ছাড়াই ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে বা মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ক্ষমতায় গেলে ভারতসহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ও সীমান্তবিষয়ক নীতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ক্ষমতায় গেলে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রকাঠামো সংস্কার বা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের বিষয়েও তিনি একই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বিএনপির প্রতি আকর্ষণ বাড়াতে দল বিভিন্ন পরিবর্তন ও ব্যবস্থা নিচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হ্যান্ডলিং দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, বর্তমান সরকার ভালো মনে করেই দিয়েছে; ক্ষমতায় এলে বিএনপি বিষয়টি পুনর্বিবেচনা করবে।
বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর প্রচারণা ও বিক্ষিপ্ত কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বড় দল, তাই কিছু সমস্যার সৃষ্টি হওয়া স্বাভাবিক। এটি প্রমাণ করে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপি নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই, বরং অনেক আগেই প্রস্তুতি শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭