

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আলোচনার জন্য আহ্বান জানান, তারা সব সময় আলোচনায় অংশগ্রহণে আগ্রহী। তবে অন্য কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আহ্বান জানানোর প্রয়োজন তিনি অসঙ্গত বলে মন্তব্য করেছেন।
সালাহউদ্দিন বলেন, আমরা মনে করেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু বর্তমান পরিস্থিতি তা যাচাই করছে না; সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ দেওয়া ঠিক নয়।
তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, যারা অতীতের নানা অগণতান্ত্রিক পথ অনুসরণ করেছে, তারা যদি আবারও রাজনৈতিক প্রভাব বৃদ্ধির চেষ্টা করে, তবে তা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে। বাংলাদেশের মানুষ আর কোনোভাবে অগণতান্ত্রিক শক্তিকে সমর্থন করবে না।
সভায় আরও বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭