ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণে সম্মত হয়েছে এনসিপি।


নভেম্বর ২, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক  নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।তিনি বলেন, “আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি- এই চারটি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি। শাপলা কলি প্রতীক দেওয়া হলে এনসিপি সেটিই নেবে।

তৃণমূল পর্যায় থেকেও শাপলা কলিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে।”নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।