ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫

পুরান ঢাকায় ভূমিকম্পে রেলিং ধসে তিনজনের মৃত্যু।


নভেম্বর ২১, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:    বংশালের কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ এবং কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

ভূমিকম্পের পর আতঙ্কে রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।