ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

নির্বাচনের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত: রিজভী


নভেম্বর ২৫, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   জাতীয় নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ নভেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, তফসিল ঘোষণার পর অতিরিক্ত প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটও একই দিনে হওয়া উচিত—এটাই জনগণের প্রত্যাশা। ধর্মকে অতিরিক্ত ব্যবহার করে রাজনীতি করা ক্ষতিকর উল্লেখ করে রিজভী জানান, ধর্মীয় অপব্যাখ্যার ওপর দাঁড়িয়ে যারা রাজনীতি করছেন, জনগণই তাদের বিষয়ে রায় দেবে। জাতীয় নাগরিক পার্টিসহ ভবিষ্যতে আরও কিছু দল বিএনপির অংশ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সোমবার (২৪ নভেম্বর) ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এলডিসি থেকে উত্তরণ ও বন্দরসংক্রান্ত মতো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু একটি নির্বাচিত সরকারেরই থাকে। জনগণের ম্যান্ডেটবিহীন অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের অর্থনীতি বহু বছর প্রভাবিত করবে।

তিনি দাবি করেন, ব্যাংকিং খাতের চাপ, বৈদেশিক মুদ্রার সংকট, রপ্তানি হ্রাসসহ নানা সূচকই দেখায় যে প্রস্তুতি ছাড়া কেবল ‘অধিকার’ দিয়ে এলডিসি উত্তরণ সম্ভব নয়। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলোকেও তিনি একইভাবে দেখছেন। তারেক রহমানের মতে, এসব কৌশলগত সিদ্ধান্ত জনআলোচনার বাইরে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘমেয়াদি অঙ্গীকারে বাধ্য করা হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।