

নিজস্ব প্রতিবেদক: বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে সাময়িকভাবে মাঠ থেকে প্রত্যাহারের যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেনাবাহিনী আগের মতোই মাঠে থেকে দায়িত্ব পালন করছে।রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘এই মুহূর্তে সেনাবাহিনী যেখানে যেমন দায়িত্বে আছে, সেভাবেই থাকবে। তাদের সরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না।’ঢাকায় ১৩ নভেম্বর ঘোষণা করা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো ধরনের আশঙ্কা নেই।’
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর গণমাধ্যমে সেনা সদস্যদের অর্ধেককে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে প্রত্যাহারের খবর প্রকাশিত হয়েছিল।এ বিষয়ে সেদিন সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (এমওডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন জানান, ‘প্রত্যাহার বিষয়ক একটি চিঠি আমরা পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে; পাশাপাশি চুরি যাওয়া অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭