স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্ট দুটি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করছিল। প্রতিষ্ঠানগুলোর বৈধ ট্রেড লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ তেল ও সস ব্যবহার, একই ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ এবং প্রশাসনের সঙ্গে অসহযোগিতার প্রমাণও পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪২, ৫১, ৫২ ও ৫৩ ধারার বিধান অনুযায়ী জেবা রেস্টুরেন্টের মালিক মো. লুবন মিয়াকে চল্লিশ হাজার টাকা এবং হাসিখুশি রেস্টুরেন্টের মালিক বেলাল আহমদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”প্রশাসনের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

