সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ১নং নিজপাঠ ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬শে নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জৈন্তাপুর বাজার ও তামাবিল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে এ মিছিলটি বের হয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে নবগঠিত কমিটির নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নবগঠিত ১নং নিজপাট ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার আয়োজিত আনন্দ মিছিলে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি দেলোয়ার হোসেন দিলুর যৌথ পরিচালনায় ১নং নিজপাঠ ইউনিয়ন শাখার সভাপতি দেলোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি হারুনুর রশিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম সেনাজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সুহেল,নির্বাহী সদস্য দুলাল আহমেদ, ১নং নিজপাঠ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর মেম্বার, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলেমান আহমেদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মেম্বার, বিএনপি নেতা নজির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, প্রচার সম্পাদক মুক্তাদির আল সেলিম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আকবর আলী, সহ-প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, আব্দুর রব দুলাল, সদস্য নাসির উদ্দীন, হুমায়ুন কবির বাবর,হেলাল খান,শাহজাহান, আক্তার খান,মহি উদ্দিন বেলাল, হাসনাত আহমেদ ১নং নিজপাঠ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আলিম উদ্দিন, তৈয়ব আলী কারিগরি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল হোসেন শান্ত প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ১নং নিজপাঠ ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক শুক্কুর আহমেদ, ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি সামাদ আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ২নং জৈন্তাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি বাছির আহমেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক শরিফ আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, নবগঠিত মুক্তিযোদ্ধা দল ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযোদ্ধা দলের কর্মীরা দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মুক্তিযোদ্ধারা সবসময় সামনের সারিতে থাকবে।

