ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত


নভেম্বর ১, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সাভার ও ধামরাই প্রতিনিধি:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।শুক্রবার বিকেলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।

এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো.নাজমুল হোসাইন মোল্লার সভাপতিত্বে ও আব্দুল হালিম মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন সরকার।
বিশেষ বক্তা ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো.আলমগীর কবির মুন্সি।আরও উপস্থিত ছিলেন,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো.ইসমাইল হোসেন মোল্লা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.আহসান উল্লাহ ভূইয়া,আশুলিয়া থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো.দুলাল মীর,ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক সেলিম মীর।অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।